২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রমজান, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • অপরাধ দূনীর্তি
  • দিনাজপুরের বিরল ও বোচাগঞ্জে আন্তর্জাতিক সীমানা অবৈধভাবে পারাপারের সময় মানব পাচারকারীসহ ৩ জন আটক




দিনাজপুরের বিরল ও বোচাগঞ্জে আন্তর্জাতিক সীমানা অবৈধভাবে পারাপারের সময় মানব পাচারকারীসহ ৩ জন আটক

সাদেকুল ইসলাম সুবেল, বিরল,দিনাজপুর করেসপন্ডেন্ট

আপডেট টাইম : অক্টোবর ১৬ ২০২৪, ১৫:১০ | 646 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের বিরল ও বোচাগঞ্জে আন্তর্জাতিক সীমানা অবৈধভাবে পারাপারের সময় মানব পাচারকারীসহ ৩ জন সাধারণ বাংলাদেশী নাগরিককে আটক করতে সক্ষম হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যগণ। বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ১৬ অক্টোবর ২০২৪ তারিখ মধ্যরাতে বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের সাতদাগ (কান্দাপাড়া) নামক স্থানে এনায়েতপুর বিওপি এর সীমান্ত পিলার ৩২১ নং মেইন পিলারের ৯ নং সাব পিলার হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কিছু বাংলাদেশী নাগরিক বাংলাদেশ হতে অবৈধভাবে ভারতে পারাপারের সময় বিজিবি টহলদল তাদের চ্যালেঞ্জ করে এবং ২ জনকে আটক করতে সক্ষম হয়। উল্লেখ্য, আটককৃত ২ জনের মধ্যে ১ জন মানব পাচারকারী এবং ১ জন বাংলাদেশী সাধারণ নাগরিক। আটককৃত ব্যক্তিদ্বয় হলেন- ধর্মপুর ইউনিয়নের কান্দাপাড়া (সাতদাগ) মোঃ মাসুদ রানা এর ছেলে মানব পাচারকারী মোঃ হেলাল পারভেজ পায়েল (২৭) ও বোচাগঞ্জ উপজেলার মোল্লাপাড়া গ্রামের মৃত কান্ত দে এর ছেলে শ্রী বিরেন ভদ্র (৪০)। এছাড়াও পার্শ্ববর্তী বোচাগঞ্জ উপজেলার ছাতইল ইউনিয়নের পরমেশ্বরপুর বিওপি’র সদস্যগণ ৩৩১ নং মেইন পিলারের ৫ নং সাব পিলার এলাকা হতে দিনাজপুর সদর উপজেলার বড় বন্দর (চুড়িপট্টি) এর হরিপদ রায় এর মেয়ে ভারতী রাণী রায় (৪৫) কে পৃথকভাবে আটক করে। বুধবার সকালে আটককৃত ৩ জনকে বিরল থানায় মামলা দায়েরপূর্বক সোপর্দ করে। ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আহসান উল ইসলাম- পিএসসি জানান, ভারতে অবৈধভাবে অনুপ্রবেশকারী বাংলাদেশী নাগরিকদের বুধবার সকালে বিরল থানা পুলিশের কাছে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন। তাদের বিরুদ্ধে মানব পাচারকারী এবং পাসপোর্ট আইনে মামলা রুজু করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET