
দিনাজপুরে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমকি ৫ ডিগ্রি সেলসিয়াস।
দিনাজপুরসহ এ অঞ্চলে উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। কনকনে ঠান্ড ও কুয়াশায় জনজীবনে নেমে এসেছে র্দুভোগ ।
সন্ধ্যা থেকেই মাঝারী ও গুড়ি গুড়ি কুয়াশা ঝরছে সকাল পর্যন্ত। বিকেল থেকে কনকনে হিমেল বাতাস বইতে শুরু করে। সূর্যাস্তে পরই শুরু হয় কনকনে শীতের অনুভুতি। রাত বাড়ার সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকে হাড় কাপানো শীত। কনকনে শীতরে কারনে চরম ভোগান্তিতে পড়েেছ খেটে খাওয়া ও ছিন্নমুল মানুষ।
দিনাজপুরে আজ সর্বনি¤œ তাপমাত্রা রেকড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস। আগামী কয়েকদিনের মধ্যে আরো তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। বাতাসের আদ্রতা ৯৬ শতাংশ। বাতাসের গতিবেগ ঘন্টায় ৪ থেকে ৫ কিলোমিটার।
এদিকে প্রচন্ড শীতে গরীব অসহায় ও ভাসমান ছিন্নমূল মানুষ র্দূভোগে দিন কাটাচ্ছে। শীত বস্ত্রের অভাবে কষ্ট পাচ্ছে মানুষগুলো। বিশেষ করে গ্রামগঞ্জে থাকা শ্রমজীবী মানুষ বের হতে পারছেন না যারা কাজের খোঁজে বের হচ্ছে অনেকে কাজ না পেয়ে আবার বাড়িতে ফিরে যেতে হচ্ছে।
এদিকে জেলা প্রশাসন এ র্পযন্ত ৬০ হাজার কম্বল ও নগদ এক কোটি টাকা ১৩ টি উপজেলায় শীতবস্ত্র বিতরণের জন্য প্রদান করেছেন।