দিনাজপুরে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এর সহযোগিতায় আওয়ামীলীগ পরিবারের কর্মীদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। দিনাজপুর শহর আওয়ামীলীগের উদ্যোগে করোনা দূর্যোগে ক্ষতিগ্রস্থ স্থানীয় আওয়ামী পরিবারের কর্মীদের মাঝে এই খাদ্য সহায়তা বিতরণ করা হয়।
শহরের বাসুনিয়াপট্টিস্থ দিনাজপুর শহর ও সদর উপজেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে খাদ্য সহায়তা কর্মসূচী পরিচালিত হচ্ছে।
১৩ জুলাই মঙ্গলবার করোনা পরিস্থিতিতে লকডাউনে ক্ষতিগ্রস্থ আওয়ামী পরিবারের ১০, ১১ ও ১২নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রত্যেক মহল্লা শাখার কর্মীদের মাঝে খাদ্য সহায়তা তুলে দেন শহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবীর সোহাগ ও সাধারন সম্পাদক এস এম খালেকুজ্জামান রাজু। এর আগে সোমবার শহর যুবলীগ, শহর মহিলা আওয়ামী লীগ, শহর যুব মহিলা লীগের কর্মীদের মাঝে এই খাদ্য সহায়তা বিতরণ করে শহর আওয়ামী লীগ।
এ সময় উপস্থিত ছিলেন শহর আওয়ামীলীগের সহ সভাপতি সত্য ঘোষ, যুগ্ম সাধারন সম্পাদক জহির খান, অনুপ কুমার দে, সাংগঠনিক সম্পাদক এ্যাড. শামীম আলম সরকার বাবু, এনাম উল্ল্যাহ জ্যামী, দপ্তর সম্পাদক মোহাম্মদ হাসেম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মাসুদ রানা, শহর যুবলীগের সভাপতি আশরাফুল আলম রমজান, আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান পাটোয়ারী বাবু।
এছাড়াও উপস্থিত শহর আওয়ামী লীগের অন্তর্গত ১০নং ওয়ার্ড শাখার সভাপতি মো. জাহাঙ্গীর আলম, ১১নং ওয়ার্ড শাখার সভাপতি গৌর চন্দ্র শীল, সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন, ১২নং ওয়ার্ড শাখার সভাপতি বিজয় দাস, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান মাসুম প্রমুখ।
প্রসঙ্গত, গত সোমবার থেকে করোনা দূর্যোগে ক্ষতিগ্রস্থ স্থানীয় আওয়ামী লীগের প্রত্যেক মহল্লা শাখার কর্মীদের মাঝে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এর সহযোগিতায় এই খাদ্য সহায়তা বিতরণ করছে দিনাজপুর শহর আওয়ামী লীগ।