
এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি ঃ
দিনাজপুরে জাতীয় পত্রিকার দৈনিক জরুরী সংবাদ ব্যুরো অফিস উদ্বোধন করা হয়েছে। ১ জুন বৃহস্পতিবার শহরের মুন্সিপাড়ায় নিজস্ব কার্যালয়ে বিকেলে মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে দৈনিক জরুরী সংবাদ পত্রিকার ব্যুরো অফিস উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ কুমার বক্্সী বাচ্চু। দিনাজপুর ব্যুরো চীফ আলহাজ্ব সাব্বির আহমেদ সুজন-এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, দৈনিক অন্তরকণ্ঠ পত্রিকার প্রধান সম্পাদক আলহাজ্ব মোঃ রুস্তম আলী, দৈনিক আমাদের সময়ের দিনাজপুর জেলা প্রতিনিধি রতন সিং। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক আজকের সংবাদ ও ডেইলী ইন্ডাস্ট্রি দিনাজপুর জেলা প্রতিনিধি মোঃ জিন্নাত হোসেন, দৈনিক জরুরী সংবাদ পত্রিকার সিনিয়র ক্রাইম রিপোর্টার ওয়ালিউর রহমান ফয়সাল, দৈনিক আমাদের অর্থনীতি ও ডেইলী আওয়ার টাইম পত্রিকার দিনাজপুর জেলা প্রতিনিধি মোঃ ইউসুফ আলী, মোঃ ্আকতারুজ্জামান জুয়েল প্রমুখ। এর আগে ফিতা কেটে অফিসের উদ্বোধন করা হয়।