এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি ঃ
জাতীয় যুব সংহতির ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনাজপুর জেলা জাতীয় যুব সংহতির আয়োজনে আলোচনা সভা কর্মী সমাবেশ অনুষ্টিত হয়েছে।
দিনাজপুর জেলা জাতীয় যুব সংহতির সভাপতি এ্যাডভোকেট মোঃ জুলফিকার হোসেনের সভাপতিত্বে ৪ এপ্রিল বিকাল ৫ টায় গ্রীন কমিনিউটি সেন্টারে কর্মী সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় কমিটির সভাপতি ও জাতীয় পাটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলমগীর সিকদার লোটন। এসময় প্রধান বক্তা হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা ফকরুল আহসান শাহজাদা।
জেলা জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক নাসিম খান পিরুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক আহম্মেদ সফি রুবেল, ঠাকুরগাঁও জেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক রাজিউর রাজ চৌধুরী স্বপন, দিনাজপুর জেলা জাতীয় পাটির যুগ্ন সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সুধির চন্দ্র শীল, যুগ্ন সাধারণ সম্পাদক ও বীরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি হাসান মোঃ নিজামুদ্দদৌলা মতি প্রমুখ।
এসময় সাংগঠনিক বক্তব্য রাখেন জাতীয় যুব সংহতির জেলা সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, বীরগঞ্জ উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি নাজমুল ইসলাম মিলন সহ ১৩ উপজেলার নেতৃবৃন্দ। আলোচনা সভার পূর্বে অতিথিদ্বয় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন সভার উদ্বোধন করেন।