১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই শাবান, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




দিনাজপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ৩

মনজিদ আলম শিমুল, দিনাজপুর করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : ডিসেম্বর ২৮ ২০২১, ২০:১৭ | 750 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের পার্বতীপুরে ও ঘোড়াঘাটে ২টি পৃথক সড়ক দূঘটনায় আশরাফ আলী ও শাহাজাহান আলী ও আক্তার হোসেন নামে ৩ ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। এঘটনায় গুরতর আহত হয়েছেন জিয়ারুল হক (৩৭) ও মনির হোসেন (২৫) নামে আরও দু জন। তাদের মধ্যে মনির হোসেন ওই পিকাপের চালক।

মঙ্গলবার দুপুর ১২ টায় উপজেলার পার্বতীপুর-ফুলবাড়ী মহাসড়কের ভবানীপুরের দক্ষিণ শেরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী আবু হেনা জানান, ঘটনার সময় শাহাজাহান আলী বাই সাইকেল যোগে ঔষধ কিনতে ভবানীপুর বাজার যাওয়ার জন্য মহাসড়কে উঠে। এসময় বিপরীত দিক জয়পুরহাট থেকে আসা একটি মাছ বহনকারী পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-নঃ ১৯-৫৫৩৩) ঘটনাস্থলে পৌছুলে সাইকেল আরোহীকে চাপা দেয়। এ সময় চালক পিকআপ এর হাইড্রোলিক ব্রেক কষলে তা পাল্টি খেয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। এতে পিকাপের উপরে থাকা দুজন ছিটকে রাস্তায় পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই প্রান হারায় আশরাফ আলী (৩৫)হেল্পার। সেই সাথে চাপা খেয়ে সাইকেল আরোহী শাহাজাহান আলী (৭১) মারা যায়। ভবানীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আবুল বাশার জানান, খবর পেয়ে ঘটনাস্থালে পৌছে দেখি দুটি লাশ পড়ে আছে আর আহত দুজন পিকআপ ভ্যানের নিচে। তাৎক্ষনিক স্থানীয়রা আহতদের পার্বতীপুর উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা এলে আইনানুগ ভাবে লাশ হস্তান্তরের ব্যবস্থা করা হবে বলে উল্লেখ করেন তিনি।

নিহত শাহাজাহান আলী উপজেলার দক্ষিণ শেরপুর গ্রামের আব্দুস সোবহান ছেলে এবং অপর মৃত আশরাফ আলীর বাড়ী নীলফামারী জেলার চওড়া ইউনিয়নের ভাঙ্গা মল্লি কাঞ্চন পাড়া গ্রামে। তার পিতার নাম মৃত বাসুনিয়া বলে জানা গেছে।

এদিকে একইদিনে দিনাজপুরের ঘোড়াঘাটে ঘনকুয়াশায় ট্রাকের সাথে ট্রাকের ধাক্কায় চালক আক্তার হোসেন নিহত হয়েছে। আহত হয়েছেন ট্রাকের হেলপার সহ দুজন। ঘোড়াঘাট উপজেলায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ইবরাহিমপুর-গুচ্ছগ্রাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাক চালক হলেন, আক্তার হোসেন । তিনি গাজীপুরের কালিয়াকৈরের দেলোয়ার হোসেনের ছেলে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET