১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ দ্বি-বার্ষিক নির্বাচন রফিকুল ইসলাম পরিষদকে বেকারী মালিক সমিতির পূর্ণ সমর্থন




দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ দ্বি-বার্ষিক নির্বাচন রফিকুল ইসলাম পরিষদকে বেকারী মালিক সমিতির পূর্ণ সমর্থন

মনজিদ আলম শিমুল, দিনাজপুর করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : মে ২৩ ২০২১, ১৬:৩৫ | 743 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ ২০২১-২০২২ ও ২০২২-২০২৩ সালের দ্বি-বার্ষিক মেয়াদী (২৪ মার্স) নির্বাচন আগামী ১২ জুন শনিবার। এই নির্বাচনে জয় পেতে চেম্বারের দীর্ঘদিনের সাবেক সভাপতি রফিকুল ইসলাম পরিষদ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন পরিষদের প্রার্থীরা। এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে দিনাজপুর জেলা বেকারী মালিক সমিতির পূর্ণ সমর্থন পেয়েছেন রফিকুল ইসলাম পরিষদ।

২৩ মে রবিবার দুপুরে শহরের গণেশতলার সমিতি কার্যালয়ে দিনাজপুর জেলা বেকারী মালিক সমিতি আনুষ্ঠানিকভাবে মতবিনিময়ের মাধ্যমে এই সমর্থন দেন। বেকারী মালিক সমিতির ৭৫ জন ভোটার পূর্ণ সমর্থন দিয়ে রফিকুল ইসলাম পরিষদকে আগামী নির্বাচনে জয়ী হতে সহযোগিতা করার অঙ্গীকারাবদ্ধ হোন।

মতবিনিময় সভায় জেলা বেকারী মালিক সমিতির সভাপতি মোহাম্মদ সাইফুল্লাহ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শামীম শেখ এর সার্বিক তত্ত্বাবধানে বক্তব্য রাখেন দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ দ্বি-বার্ষিক নির্বাচনে রফিকুল ইসলাম পরিষদের প্রার্থী বিশ^নাথ আগরওয়ালা বিশু, সহিদুর রহমান পাটোয়ারী মোহন, চেম্বারের বর্তমান সহ সভাপতি মানবেন্দ্র দাস মনোজ প্রমুখ।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম পরিষদের প্রার্থী আলহাজ¦ মো. রেজাউল করিম, মো. মোকাররম হোসেন, তায়েফ বিন শরীফ, মো. ইয়াকুব আলী, সাজেদুল আবেদীন শাহীন, সৈয়দ সপু আহাম্মেদ, মো. রুবেল ইসলাম, মো. রফিকুল ইসলাম সোনা প্রমুখ।

প্রসঙ্গত, আগামী ১২ জুন শনিবার দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। সাধারণ ১৮টি পদ, সহযোগি, গ্রুপ ও টাউন এসোসিয়েট পদে ১জন করে মোট ২১টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। জেলায় মোট ২৫৭৭ জন ব্যবসায়ী ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET