
দিনাজপুর জেনারেল হাসপাতালের গাইনি ওয়ার্ড থেকে নবজাতক কন্যা সন্তান চুরি যাওয়ার ২৪ ঘন্টার মধ্যে শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ। চুরি যাওয়া শিশুকে পেয়ে আত্বহারা মা জাহেদা বেগম। হাসপাতালের গাইনি ওয়ার্ডে শিশুটি পেয়ে মা জাহেদা বেগম শুধু নেয় তার পরিবার ও নার্সরা খুশী। শিশু উদ্ধারের পর জড়িত আসামীর বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়ার কথা জানালেন দিনাজপুর জেলা পুলিশ সুপার আনোয়ার হোসেন । অনাংকাখিত ঘটনার যেন পুর্নরাবৃত্তি না হয় এজন্য সর্তকতা নেওয়ার কথা বললেন হাসপাতাল কতৃপক্ষ ।
দিনাজপুর জেনারেল হাসপাতাল থেকে চুরি যাওয়া কন্যা সন্তান আজ দুপুর ১২টায় সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের জয়দেবপুর গ্রাম থেকে শিউলী আরা কাছ থেকে উদ্ধার করে পুলিশ। পরে শিশুটি হাসপাতালে মা জাহেদা বেগমের কোলে ফিলিয়ে দেয় পুলিশ সুপার আনোয়ার হোসেন। এসময় মা সহ পরিবারের সদস্যারা আবেগআপ্লুত হয়ে পড়ে।
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার কারেন্টহাট মহাদানি গ্রামের আবদুল লতিফের স্ত্রী জাহেদা বেগম এর সদ্যজাত শিশু কন্যা সোমবার দুপুরে জেনারেল হাসপাতালের গাইনি ওয়ার্ড থেকে চুরি যায়। পরে শিশুটির বাবা আব্দুল লতিফ আজ কোতয়অলী থানায় একটি মামলা দায়ের করেন।