১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • দিনাজপুর জেলার ভাতা ভোগীদের মাঝে নির্ধারিত সময় ভাতা বিতরণের শতভাগ অর্জনের লক্ষ্যে ল্যাপটপ ও প্রিন্টার বিতরণ অনুষ্ঠিত




দিনাজপুর জেলার ভাতা ভোগীদের মাঝে নির্ধারিত সময় ভাতা বিতরণের শতভাগ অর্জনের লক্ষ্যে ল্যাপটপ ও প্রিন্টার বিতরণ অনুষ্ঠিত

মনজিদ আলম শিমুল, দিনাজপুর করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : জুন ০৯ ২০২১, ১৭:৩৮ | 716 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

৯ জুন বুধবার সুইহারী মির্জাপুর এনজিও ফোরামের হল রুমে জেলা সমাজসেবা কার্যালয় দিনাজপুরের আয়োজনে সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় জিটুপি পদ্ধতিতে দিনাজপুর জেলার ভাতা ভোগীদের মাঝে নির্ধারিত সময় ভাতা বিতরণের শতভাগ অর্জনের লক্ষ্যে ল্যাপটপ ও প্রিন্টার মেশিন এবং সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়।

দিনাজপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় সমাজসেবা কার্যালয় রংপুরের পরিচালক (উপ-সচিব) মোঃ আব্দুল মোতালেব সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর বিভাগের বিভাগীয় সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ইকবাল হোসেন। চলমান কার্যক্রম সম্বন্ধে বক্তব্য রাখেন শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার মোঃ মাইনুল ইসলাম, বোচাগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার মোঃ ইয়ারুল ইসলাম, কাহারোল সমাজসেবা অফিসার রাজিব বাগচি, বিরল উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আনিসুর রহমান, জেলা কার্যালয়ের প্রেবেশনাল অফিসার মুনির হোসেন, ফুলবাড়ী উপজেলার সমাজসেবা অফিসার মোঃ আখতারুজ্জামান, সদর উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আসাদুজ্জামান, হাকিমপুর উপজেলা সমাজসেবা অফিসার মাইনুল ইসলাম, বীরগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার সারওয়ার মোর্শেদ আহমেদ, পার্বতীপুর উপজেলা সমাজসেবা অফিসার তাপস রায়, চিরিরবন্দর উপজেলা সমাজসেবা অফিসার হামিদুর রহমান। সঞ্চালকের দায়িত্ব পালন করেন দিনাজপুর জেলা সমাজসেবা কার্যালয় সহকারী পরিচালক মোঃ ফজলুল হক।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রযুক্তি মাধ্যমে স্বচ্ছতার সাথে উপকারভোগীদের সেবা প্রদান করতে হবে। তৃণমূল পর্যায় শতভাগ ভাতা প্রদানের ক্ষেত্রে সকলকে আন্তরিকভাবে প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে কাজ করতে হবে। প্রধান অতিথি ১৩টি উপজেলার সমাজসেবা অফিসার ও শহর সমাজসেবা অফিসে একটি ও জেলা সমাজসেবা কার্যালয়ে ১টি মোট – ১৫টি ল্যাপটপ ও ১৫ প্রিন্টার মেশিন প্রদান করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET