সুনামগঞ্জ প্রতিনিধি :
দিরাই-শাল্লার ৮ বারের সংসদ সদস্য, প্রয়াত জাতীয় নেতা সুরঞ্জিত সেন গুপ্তের প্রথম মৃত্যুবার্ষিকী পালন করেছে দিরাই ও শাল্লা উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকালে দিরাই ও শাল্লা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে কালোপতাকা এবং দলীয় পতাকা উত্তোলন করা হয়। দুপুর ১২ টায় আওয়ামী লীগের দিরাই উপজেলা কার্যালয় থেকে শোকর্যালি বের হয়। একই সময়ে শাল্লা উপজেলা কার্যালয় থেকে শাল্লা উপজেলা সদরে বের হয় শোকর্যালি।
দিরাইয়ে শোকর্যালি শেষে দলীয় কার্যালয়ের পাশে সুরঞ্জিত সেন গুপ্তের সমাধিতে শ্রদ্মা নিবেদন করে উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
পরে দলীয় কার্যালয় চত্বরে প্রয়াত পার্লামেন্টালিয়ান সুরঞ্জিত সেন গুপ্তের স্মরণে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। দিরাইয়ের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছাব উদ্দিন সর্দার। জুয়েল মিয়ার সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- স্থানীয় সংসদ সদস্য ড. জয়া সেন গুপ্তা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।
শাল্লায় শোকর্যালি শেষে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুস সাত্তার। এখানে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য রাখেন।
পৃথক পৃথক স্মরণসভায় বক্তারা বলেন,‘ভাটির মানুষের প্রিয় নেতা সুরঞ্জিত সেন গুপ্তের নির্বাচনী এলাকার মানুষ তাঁর শূন্যতা প্রতিমূহূর্তে উপলব্দি করে। এই শূন্যতা পূরণ হবার নয়।’ বক্তারা সুরঞ্জিত সেন গুপ্তের আদর্শকে বাঁচিয়ে রাখার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান