নয়া আলো-
সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়াকে বাইরে রেখেই শিগগিরই জাতীয় কংগ্রেস ঘোষণা করতে যাচ্ছে সাম্যবাদী দল।
গতকাল বুধবার সকাল ১০টায় রাজধানীর সেগুনবাগিচায় এক প্রতিনিধি সভায় দলের নেতৃবৃন্দ এ ঘোষণা দেন।
কেন্দ্রীয় সম্পাদক কমরেড সাইদ আহম্মেদ এর সভাপতিত্বে সভায় দলের সিনিয়র পলিটব্যুরোর সদস্য কমরেড হারুন চৌধুরী, কমরেড হানিফুল কবির ও কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কমরেড রাসেল সরদারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ জানান, দিলীপ বড়ুয়াকে বাদ দিয়ে ৫ জন কেন্দ্রীয় নেতাসহ বেশ কয়েকটি জেলা কমিটি ২০ দলীয় জোটভুক্ত কমরেড সাইদ আহম্মেদ এর নেতৃত্বাধীন সাম্যবাদী দলে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন। আমরা তাদের স্বাগত জানাই।
সাম্যবাদী দলের সম্পাদক ও ২০ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা কমরেড সাইদ আহম্মেদ বলেন, অল্প কয়েকদিনের মধ্যেই আমরা কংগ্রেসের আনুষ্ঠানিকতা শেষ করব। আমি পূর্বেই বলেছিলাম, ‘দিলীপ দা’ আপনি ভারত ও শেখ হাসিনা প্রীতি না ছাড়তে পারলে একসময় শূন্য হয়ে যাবেন। শহীদ বিপ্লবীদের রক্তের সাথে যারা বেঈমানি করবে প্রকৃত বিপ্লবীরা কোনদিনই তাদের সাথে থাকবে না।
কমরেড সাইদ আরো বলেন, হারুন চৌধুরীরা দলে ছিল, দলে আছে, এবং থাকবে। কিন্তু দেউলিয়াত্ব নেতৃত্ব বর্জন করে মার্কস-লেনিন-মাও সেতুং এর তাত্ত্বিক ভিত্তি গ্রহণ করায় কমরেড হারুন চৌধুরী, কমরেড স্বপন ও কমরেড অরুনসহ সকল বিপ্লবীদের আমি স্বাগত জানাই। পূর্বের ভুল থেকে শিক্ষা নিয়ে আমরা ২০ দলীয় জোটভুক্ত সাম্যবাদী দলেই কাজ করব।
কমরেড হারুন তার বক্তব্যে বলেন, দিলীপ বড়ুয়া সবকিছু হারিয়ে বর্তমানে এক ব্যক্তির পার্টিতে পরিণত হয়েছে। সরকারের তোষামোদি ছাড়া তার আর কোন দলীয় কার্যক্রম নেই। আমাদের সাথে দিনাজপুর-কুষ্টিয়া-লক্ষ্মীপুর-চট্টগ্রাম ও ঢাকাসহ প্রায় সব জেলা কমিটিই রয়েছে।
কমরেড হারুন চৌধুরী বলেন, দিলীপ বড়ুয়ার মত নষ্ট ব্যক্তির সাথে আর কাজ করা যায় না। কমরেড সাইদ আহম্মেদ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল বলেই আজ তার সাথেই সমগ্র পার্টির কমরেডরা মার্চ করছেন।