দিশারি
রুমানা আক্তার রত্না
আলোকিত ভুবণে, দেখা হলো নয়নে
দূর যাত্রার পথে,ভরসার হাত বাড়ালে।
সঙ্গী হলে, সার্থ বিহীন আড়ালে
শূন্য পথে কিনারে, তুমি পাশে দাঁড়ালে।
করুণ দুঃখের দিনে, হতাশা কাটিয়ে
ধর্য্য ধরে,অপেক্ষা করতে শিখালে।
এই ব্যস্ত নগরে সকল সময়ে
রেখে দিও এভাবে, আমায় হৃদয়ে।
এই স্বপ্নের পথে, যা ছিলো চাওয়া
হয়েছে যতটুকু পাওয়া,
তার অনেকটা, তোমারি দেওয়া।
শত জ্ঞানে গুণি হয়েছো সুজন
তবুও ভাসাওনি অহমিকার দম্ভে ভুবন।
সত্য প্রচারে নির্ভীক ভাবে
কাজ করে চলেছো দিন রাত ধরে,
ধন্য সে জননী এই ধারা তলে
ভূমিষ্ট হয়েছো তুমি,যার উদরে।
দূর যাত্রার পথে,ভরসার হাত বাড়ালে।
সঙ্গী হলে, সার্থ বিহীন আড়ালে
শূন্য পথে কিনারে, তুমি পাশে দাঁড়ালে।
করুণ দুঃখের দিনে, হতাশা কাটিয়ে
ধর্য্য ধরে,অপেক্ষা করতে শিখালে।
এই ব্যস্ত নগরে সকল সময়ে
রেখে দিও এভাবে, আমায় হৃদয়ে।
এই স্বপ্নের পথে, যা ছিলো চাওয়া
হয়েছে যতটুকু পাওয়া,
তার অনেকটা, তোমারি দেওয়া।
শত জ্ঞানে গুণি হয়েছো সুজন
তবুও ভাসাওনি অহমিকার দম্ভে ভুবন।
সত্য প্রচারে নির্ভীক ভাবে
কাজ করে চলেছো দিন রাত ধরে,
ধন্য সে জননী এই ধারা তলে
ভূমিষ্ট হয়েছো তুমি,যার উদরে।
Please follow and like us: