
শাখাওয়াত হোসেন :দুই দিন নিখোঁজের পর নদীতে মিললো আবদুল খালেক নামের ৮৫ বছরের বৃদ্ধার লাশ।শনিবার দুপুর ১২ টায় ফুলগাজী থানা পুলিশ মহুরি নদী থেকে বৃদ্বার লাশ উদ্দার করে।
ফুলগাজী থানার ওসি (তদন্ত) জসিম উদ্দিন জানান ফুলগাজী সদর ইউনিয়নের বিজয়পুর গ্রামের আবদুল খালেক নামে ৮৫ বছরের বৃদ্ধার লাশ তার বাড়ি থেকে প্রায় ৪ কিঃ মিঃ দূরে উত্তর বররইয়া ও দক্ষিণ দৌলতপুর ব্রিজের পাশে শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে মহুরি নদীতে ভাসমান একটি লাশ দেখতে পেয়ে স্থানীরা পুলিশে খবর দেয়।পরবর্তীতে ফুলগাজী থানা ওসি মঈন উদ্দিন আহম্মেদ ও এস আই মনির হোসেন সহ পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালে প্রেরণ করা হয়।।এ ব্যাপাারে ফুলগাজী থানা একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়।এ বিষয়ে ফুলগাজী থানার অফিসার ইনর্চাজ মঈন উদ্দিন আহম্মেদ নয়া আলোর প্রতিনিধিকে জানান প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৃদ্ধা রাতে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে নদীর পাড়ে গেলে ভারসাম্য হারিয়ে নদী পানিতে পড়ে যায়।