সিরিয়ায় স্বৈরশাসক বাসার আল আসাদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত লাটাকিয়ায় এবং ইয়েমেনে সিরিজ বোমা এবং আত্মঘাতী হামলায় কমপক্ষে ১৬৫ জন নিহত হয়েছেন।
ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সোমবার সিরিয়ার লাটাকিয়া প্রদেশের টারটাস ও জাবেলা নামে দুটি শহরে হামলায় ১২০ নিহত হয়েছেন।
অবজারভেটরি জানায়, জাবেলায় কমপক্ষে ৫৩ জন এবং টারটাসে ৪৮ জন নিহত হয়েছেন। টারটাস শহরে তিনটি এবং জাবেলাতে চারটি বোমা হামলার ঘটনা ঘটেছে।
উল্লেখ্য, লাটাকিয়ায় রুশ সামরিক ঘাঁটি অবস্থিত।
ইয়েমেন
অপরদিকে ইয়েমেনের বন্দরনগরী এডেনে সেনাবাহিনীতে যোগদানে আগ্রহী তরুণদের লাইনের নিকট দুটি আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৪৫ জন নিহত হয়েছেন বলে নিরাপত্তা কর্মকর্তারা জানান। হামলায় আরো অন্তত ৬০ জন আহত হয়েছেন।
সোমবার এডেনের খোরমাকসার জেলার বদর ঘাঁটির বাইরে এ হামলা হয়। এখান থেকে প্রেসিডেন্ট আবদ-রাব্বু মনসুর হাদির সরকার পরিচালিত হয়।
স্থানীয় সংবাদভিত্তিক ওয়েবসাইট এডেন আল-ঘাদের ছবিতে দেখা যায়, সৈন্যরা ইউনিফরম পরা সহককর্মীদের রক্তাক্ত দেহ সরিয়ে নিচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আহতদের সরিয়ে নিতে সাইরেন বাজিয়ে অ্যাম্বুলেন্স ছুটছে।
গত বছর জুলাইয়ে সৌদি সমর্থিত হাদিকে হটিয়ে দেয় ইরান সমর্থিত শিয়া হুথিরা। এরপর থেকেই এডেনে লড়াই চলছে। ইতোমধ্যেই সেখানে শক্তি সঞ্চার করেছে আল কায়েদার মত উগ্র গোষ্ঠী।
দুই দেশের এ হামলায় ইসলামিক স্টেট দায় স্বীকার করেছে।