
মেহেদি জামান লিজন,ত্রিশাল(ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের ত্রিশালে দুই সন্তানের প্রতি বাবা-মায়ের ভালোবাসার দ্বন্দ্বে পিতা তমিজ উদ্দিন(৫২) ফাঁসিতে ঝুলে সোমবার রাতে আত্মহত্যা করেছেন।
তমিজ উদ্দিন উপজেলার ধানীখোলা ইউনিয়নের শিমুলিয়া পাড়া গ্রামের মৃত নায়েব আলীর ছেলে।
প্রতিবেশী ও স্বজনেরা জানান, তমিজ উদ্দিনের তিন ছেলে ও দুই মেয়ে। বড় দুই ছেলে বাড়িতে থাকে। ছোট ছেলেকে কিছুদিন হলো বিদেশে পাঠানো হয়েছে। বড় মেয়েকে বিয়ে দেওয়া হয়েছে। তবে ছোট মেয়েটি বাড়িতেই থাকে।
বাড়িতে অবস্থান করা বড় ছেলেকে মা বেশি ভালোবাসে আর মেজো ছেলেকে বাবা বেশি ভালোবাসে। এনিয়ে বাবা-মায়ের মধ্যে ঝগড়া হয়। আর সেই ঝগড়ার জের ধরেই শারীরিক ভাবে অসুস্থ তমিজ উদ্দিন আত্মহত্যা করতে পারেন।
তমিজ উদ্দিনের মেজো ছেলে নেজামুল বলেন, আমার বাবা আমাকে একটু বেশি ভালোবাসে আর আমার মা আমার বড় ভাইকে একটু বেশি ভালোবাসে। এইটা নিয়ে আমার মা আর বাবার মধ্যে ঝগড়া হয়েছে। আমারা বাবা অসুস্থ। আগে আরও দুইবার স্টোক করছে। রাগের বশত আজানের আগে আগে এই কাম কইরা ( আতœহত্যা) ফেলছে। খোঁজ পাওয়ার পর আমরা নামানোর সাথে মুখে একটু পানি দিতেই উনি মারা গেছেন।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল্লাহ আল মাকসুদ খান বলেন, উনি মানসিক ও শারীরিক ভাবে অসুস্থ। তবে শুনেছি দুই সন্তানকে ভালোবাসা নিয়ে উনাদের মধ্যে পারিবারিক কলহ সৃষ্টি হয়েছিল। সাথে অভাব-অনটনের বিষয়টি তো আছেই।
ত্রিশাল থানা ইনচার্জ মাঈন উদ্দিন মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, তমিজ উদ্দিনের লাশ অধিকতর তদন্তের স্বার্থে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।