২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, শুক্রবার, ৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ৬ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • দুই সন্তানের প্রতি বাবা-মায়ের ভালোবাসার দ্বন্দ্বে পিতার আত্মহত্যা




দুই সন্তানের প্রতি বাবা-মায়ের ভালোবাসার দ্বন্দ্বে পিতার আত্মহত্যা

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : সেপ্টেম্বর ১৮ ২০২৩, ১৭:৪৩ | 637 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মেহেদি জামান লিজন,ত্রিশাল(ময়মনসিংহ) প্রতিনিধি :

ময়মনসিংহের ত্রিশালে দুই সন্তানের প্রতি বাবা-মায়ের ভালোবাসার দ্বন্দ্বে পিতা তমিজ উদ্দিন(৫২) ফাঁসিতে ঝুলে সোমবার রাতে আত্মহত্যা করেছেন।
তমিজ উদ্দিন উপজেলার ধানীখোলা ইউনিয়নের শিমুলিয়া পাড়া গ্রামের মৃত নায়েব আলীর ছেলে।
প্রতিবেশী ও স্বজনেরা জানান, তমিজ উদ্দিনের তিন ছেলে ও দুই মেয়ে। বড় দুই ছেলে বাড়িতে থাকে। ছোট ছেলেকে কিছুদিন হলো বিদেশে পাঠানো হয়েছে। বড় মেয়েকে বিয়ে দেওয়া হয়েছে। তবে ছোট মেয়েটি বাড়িতেই থাকে।
বাড়িতে অবস্থান করা বড় ছেলেকে মা বেশি ভালোবাসে আর মেজো ছেলেকে বাবা বেশি ভালোবাসে। এনিয়ে বাবা-মায়ের মধ্যে ঝগড়া হয়। আর সেই ঝগড়ার জের ধরেই শারীরিক ভাবে অসুস্থ তমিজ উদ্দিন আত্মহত্যা করতে পারেন।
তমিজ উদ্দিনের মেজো ছেলে নেজামুল বলেন, আমার বাবা আমাকে একটু বেশি ভালোবাসে আর আমার মা আমার বড় ভাইকে একটু বেশি ভালোবাসে। এইটা নিয়ে আমার মা আর বাবার মধ্যে ঝগড়া হয়েছে। আমারা বাবা অসুস্থ। আগে আরও দুইবার স্টোক করছে। রাগের বশত আজানের আগে আগে এই কাম কইরা ( আতœহত্যা) ফেলছে। খোঁজ পাওয়ার পর আমরা নামানোর সাথে মুখে একটু পানি দিতেই উনি মারা গেছেন।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল্লাহ আল মাকসুদ খান বলেন, উনি মানসিক ও শারীরিক ভাবে অসুস্থ। তবে শুনেছি দুই সন্তানকে ভালোবাসা নিয়ে উনাদের মধ্যে পারিবারিক কলহ সৃষ্টি হয়েছিল। সাথে অভাব-অনটনের বিষয়টি তো আছেই।
ত্রিশাল থানা ইনচার্জ মাঈন উদ্দিন মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, তমিজ উদ্দিনের লাশ অধিকতর তদন্তের স্বার্থে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

 

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET