-মুহাম্মদ সবুজ হোসেন।
উৎসর্গ- শশাইয়া দুদু মিয়া উচ্চ বিদ্যালয় কে।
দুদু মিয়া উচ্চ বিদ্যালয় আমি
৫০ বছর চলছি যেন রেলগাড়ী,
ছাত্রছাত্রীরা চলে বাজিয়ে বাঁশি
বছর বছর যায় আমাকে ছাড়ি।
তারা বিদ্যা বুদ্ধি বানিয়ে
আমাকে সম্মান জানিয়ে,
উচ্চ শিক্ষা আহরণে
আমার আঙ্গিনা যায় মাড়িয়ে।
শশাইয়া’র শিক্ষার্থীরা যায় এগিয়ে
ঝরে পরে কিছু যারা মিটারগেজ,
কলেজ ভার্সিটি ছোটে শেষে
থামে তাদের ছোটার তেজ।
সুখ দুখে এঁকেবেঁকে
অনেক বাঁধা পেরিয়ে ছোটে,
কেউ বা যায় মাল গাড়ীতে
কেউ স্বপ্নের মেইল গাড়িতে উঠে।
ডিগ্রীর পর পর ডিগ্রী লাভে
জুড়ে লম্বা করে সেই গাড়ী,
সৃষ্টিকর্তার সৃষ্টির এ ইঞ্জিনে
টেনে নেয় স্বপ্ন দেখার বাড়ী।
দুদু মিয়া বিদ্যালয়ের গাড়ীটি
আবিষ্কার হয় ১৯৬৮ সালে,
শশাইয়া গ্রামের সেই কারিগর
যাইনি পল্লী গায়ের তাঁরে ভুলে।
২০১৮ শতবর্ষপূর্ণ হল
৫-৬ তারিখ জানুয়ারী মাস,
৫০ বর্ষপূর্তি উদযাপন করছে
ধরে এ বিদ্যালয়ের ইতিহাস।