দুর্গাপুর প্রতিনিধি
দুর্গাপুর সদরে অবস্থিত আলহাজ্ব মকবুল হোসেন ল্যাবরেটরী স্কুলে বার্ষিক ও প্রাথমিক সমাপনী ফল প্রকাশ করা হয়েছে। গত শনিবার অত্র প্রতিষ্ঠানে এ বার্ষিক ফল প্রকাশ করা হয়। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীরা শতভাগ পাশ করেছেন। উক্ত প্রতিষ্ঠান হতে ২০১৭ সালে ১০জন পরীক্ষার্থী প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করেন। এবং ওই ১০ শিক্ষার্থীই উত্তীর্ণ হন। এছাড়ও বার্ষিক প্লে-ক হতে সকল শ্রেণীর ফলাফল উপস্থাপন করা হয়। উক্ত ফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, আমন্ত্রিত অতিথি প্রভাষক হাসানুজ্জামান লাল্টু, শামসুজোহা, সেলীম রেজা, প্রতিষ্ঠানের সভাপতি আমিনুল হক, শিক্ষক আসলাম আলী, দিলরুবা আক্তার, নার্গিস আরা,শামিমা বেগম, ওয়াহিদা প্রমূখ। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন সাংবাদিক মিজানুর রহমান প্রমূখ।