দুর্গাপুর প্রতিনিধি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদ্যাপন অনুষ্ঠিত হয়েছে। দুর্গাপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেনের নের্তৃত্বে এই দিবসটি পালন করা হয়। গতকাল শনিবার বিকেলে দুর্গাপুর পৌরসভা চত্বরে দিবসটি উপলক্ষে কেক কাটার মধ্যদিয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় রাজশাহী জেলা আ.লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আওম নুরুল আলম হিরু মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর-পুঠিয়া আসনের সাবেক এমপি ও রাজশাহী জেলা আ.লীগের সাবেক সভাপতি এ্যাডভোকেট তাজুল ইসলাম মোহাম্মদ ফারুক। এসময় বিশেষে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আ.লীগের সহসভাপতি ও দুর্গাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ সরদার, জেলা আ,লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মনসুর রহমান, উপজেলা আ.লীগের সহসভাপতি কবিরুর ইসলাম আনিছ, দেলুয়াবাড়ি ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রেন্টু,পানাননগর ইউপি চেয়ারম্যান মোজাহার আলী, আ.লীগ নেতা রোকনুজ্জামান রোকন,দুর্গাপুর উপজেলা আ,লীগের সাবেক কার্যনিবাহী কমিটির সদস্য প্রভাষক আমিনুল হক টুলু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ছালিমুদ্দিন, আ,লীগ নেতা প্রভাষক আঃ মতিন, হেলাল উদ্দিন, জিল্লুর রহমান,পৌর যুবলীগের সভাপতি বেলাল হোসেন, পৌর যুবলীগের সহসভাপতি মাকছেদ আলী,সাধারণ সম্পাদক আবুল বাশার,পৌর সৈনিক লীগের সাধারণ সম্পাদক হায়দার আলী, সহসভাপতি নুর হোসেন,ওয়ার্ড আ,লীগের সভাপতি মসলেম উদ্দিন। অন্যদের মধ্য উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের কর্মসুচী ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক সাজেদুর রহমান মিঠু, সদস্য খালিদ হাসান রিদয়, মেহেদী হাসান প্রমূখ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন পৌর আ,লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মজনু।