দুর্গাপুর প্রতিনিধিঃ- দুর্গাপুরে বিএনপির নেতা মোশাররফ হোসেন (৩৫)কে আটক করেছে দুর্গাপুর থানা পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে দুর্গাপুর পাইলট স্কুলের অপজিটে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে আটক করা হয়। তিনি দুর্গাপুর পৌরসভার সাবেক যুবদলের সভাপতি। তবে কি কারনে পুলিশ তাকে আটক করেছে তা জানা যায়নি। পুলিশ কর্তৃক আটকের বিষয় নিশ্চিত করেছে পার্শ্ববতী ব্যবসায়ী ও পথচারিরা। ব্যবসায়ীরা জানান, দুর্গাপুর থানার এসআই মির্জা পুলিশ ফোর্স নিয়ে মোশাররফকে আটক করে। তবে আটক বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আলমের কাছে মোবাইল ফোনে জানতে চাওয়া হলে তিনি বলেন, একখনো থানায় আসেনি, বলে আর কোন মন্তব্য করেননি তিনি।