নাজিম হাসান, রাজশাহী থেকে:- রাজশাহীর দুর্গাপুরে মাদকাসক্ত অবস্থায় স্ত্রীকে হাসোয়া দিয়ে এলোপাতাড়ি কোপানোর পর স্ত্রীর মৃত্যুর সংবাদ শুনে আত্মহত্যা করেছে পাষন্ড স্বামী বাবু (২২)। ঘটনাটি ঘটেছে উপজেলার আনোলিয়া গ্রামে। এঘটনার পর পুলিশ বাবুর মরদেহ উদ্ধার করে গতকাল সোমবার সকালে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ব্যাৎপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। অপরদিকে, গুরুতর জখম অবস্থায় বাবুর স্ত্রী ছবেদা বেগম (১৮) কেও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্গাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান,উপজেলার আনোলিয়া গ্রামের হাসান আলীর মাদকাসক্ত পুত্র বাবু রোববার দুপুরের দিকে পারিবারিক কলহের জের ধরে তার স্ত্রী ছবেদা বেগমকে হাসোয়া দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। গুরুতর জখম অবস্থায় পরিবারের লোকজন ও প্রতিবেশীরা ছবেদা বেগমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বিকেলের দিকে গ্রামে খবর আসে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছবেদা বেগম মারা গেছেন। এমন সংবাদ পেয়ে ছবেদা বেগমের স্বামী বাবু আতঙ্কিত হয়ে পড়ে। এক পর্যায়ে রোববার বিকেলের দিকে বাড়ি থেকে প্রায় ১ কি:মি: দুরে বারানই নদীর কাছে গিয়ে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে বাবুর মরদেহ উদ্ধার করে থানায় এনে ময়না তদন্তের জন্য সোমবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। অপরদিকে, গুরুতর জখম অবস্থায় বাবুর স্ত্রী ছবেদা বেগমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছবেদা বেগমের অবস্থাও আশঙ্কাজনক। তবে ওই ঘটনায় আলাদা কোন অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি।