
দুর্গাপুর প্রতিনিধি :
দুর্গাপুর উপজেলার ৭টি ইউনিয়ন ও একটি পৌরসভায় বঙ্গবন্ধু সৈনিক লীগের কমিটির অনুমোদন দিয়েছেন উপজেলা কমিটি। গত রবিবার দুর্গাপুর পৌরসভা চত্বরে একটি অনুষ্ঠানের মাধ্যমে বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ফিরোজ আহম্মেদ স্বাক্ষরিত পৌরসভা ও সকল ইউনিয়নে ৩১ সদস্য বিশিষ্ট বঙ্গবন্ধু সৈনিক লীগের এই কমিটির অনুমোদন দেওয়া হয়। দুর্গাপুর পৌরসভার সভাপতি হয়েছে জাহাঙ্গীর আলম,সাধারণ সম্পাদক হায়দার আলী, ১নং নওপাড়া ইউনিয়ন সভাপতি হয়েছে মাসুদ রানা,সাধারণ সম্পাদক আলী আজম, ২নং কিসমত গনকৈড় ইউনিয়নে সভাপতি হয়েছে, সুমন আল হাসান,সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, ৩নং পানানগর ইউনিয়নে সভাপতি হয়েছে শাহাজাহান মিঠু, সাধারণ সম্পাদক মতিউর রহমান মরনিং, ৪নং দেলুয়াবাড়ী ইউনিয়নে সভাপতি হয়েছে হানিফ সরকার, সাধারণ সম্পাদক আঃ লতিফ, ৫নং ঝালুকা ইউনিয়নে সভাপতি হয়েছে আমিনুল ইসলাম,সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম,৬নং মাড়িয়া ইউনিয়নে সভাপতি হয়েছে ডালিম সরকার, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান,৭নং জয়নগর ইউনিয়নে সভাপতি হয়েছে মাইনুল ইসলাম,সাধারণ সম্পাদক ফারুক হোসেন। উক্ত কমিটিকে আগামি ১৫ জুনের মধ্যে ৩১ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ কমিটি প্রস্তুত করে উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি সম্পাদক বরাবর প্রেরন করতে বলা হয়েছে।