
‘দুর্যোগে জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি কমিয়ে দুর্যোগ সহনীয় টেকসই নিরাপদ বাংলাদেশ গড়ার লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে নির্মিত কুমিল্লার নাঙ্গলকোটের চাটিতলা উচ্চ বিদ্যালয় বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র রবিবার সকাল ১০টায় গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করেন। ভবনটি নির্মাণে ব্যয় হয় ২ কোটি ১৫ লাখ ৭১ হাজার টাকা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুল, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মেয়র আব্দুল মালেক, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ ভ‚ঁইয়া, আদ্রা দক্ষিণ ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামীমা আক্তার, মাধ্যমিক শিক্ষা অফিসার নাছির উদ্দিন, আওয়ামীলীগ নেতা গোলাম মোস্তফা মজুমদার বাচ্চু, ঠিকাদার হুমায়ুন কবির, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সায়েদুল হক, ইউপি সদস্য জামাল হোসেন, সাবেক ইউপি সদস্য আবুল বশর, আদ্রা উত্তর ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক মনির হোসেন, দক্ষিণ সাধারণ সম্পাদক এবায়দুল হক প্রমুখ। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন স্কুলের ধর্মীয় শিক্ষক মাওলানা নুরুন নবী। অনুষ্ঠান শেষে অতিথি বৃন্দ প্রধানমন্ত্রীর পক্ষে নাম ফলক উম্মোচন ও দোয়া মুনাজাতের মাধমে ভবনটির উদ্বোধন করেন।