শাহিন আলম-দেবিদ্বার উপজেলা ভানি ইউনিয়ন নেতা কর্মীদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন দেবিদ্বার উপজেলা চেয়াররম্যান মো: রুহুল আমিন । রোববার দুপুর ১২ টায় ভানি ইউনিয়নের নেতা কর্মীদের নিয়ে বিভিন্ন স্পটে গণ সংযোগ ও সাধারণ মানুষদের সাথে শুভেচ্ছা সাক্ষাৎ করেন। এসময় উপস্থিত ছিলেন, বিএনপি ভানি ইউনিয়ন সভাপতি মনির হোসেন ফরাজি, সেক্রেটারী আবদুল আউয়াল মেম্বার, থানা যুবদল যুগ্ন সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ ইউনিয়ন বিএনপি নেতা প্রফেসর তাজুল ইসলাম, মোহনপুর বিএনপি নেতা মো: নাইরুজ্জামান, হাজী জালাল, ছাত্রদল নেতা জাকির হোসেনসহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা ।
উপজেলা চেয়ারম্যান মো: রুহুল আমিন কুমিল্লা কারাগারে থাকা বিএনপি নেতা কর্মীদের সাথেও ঈদ শুভেচ্ছা ও ভাব-বিনিময় করেন , এসময় তিনি নেতা কর্মীদের মামলা খরচ বহনের ঘোষনা করেন, এবং তাৎক্ষনিক নেতা-কর্মীদের পিসি কার্ডে ৫ হাজার টাকা করে জমা করেন। পরে তিনি কুমিল্লা উ: জেলা বিএনপি সভাপতি মো: খোরশেদ আলম’র সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন। তিনি তাঁর পারিবারিক , রাজনৈতিক ও স্বাস্থ্যেরও খোঁজ-খবর নেন । এসময় উপস্থিত ছিলেন চান্দিনার সাবেক পৌর মেয়র মো: আলমগীন খান । পরে চান্দিনা উপজেলা বিএনপি অফিসে নেতা কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । নেতা-কর্মীরা দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান মো: রুহুল আমিনকে ফুলেল শুভেচ্ছা জানান। সভায় তিনি বলেন, দেবিদ্বার উপজেলা বিএনপি নেতা-কর্মীরা ঘরে বসে নেই, তারাও বিভিন্ন মামলা- হামলায় মানবেতর জীবন-যাপন করছে । আমি বিএনপির এ র্দূদিনে তাদের পাশে আছি ভবিষ্যতেও থাকব ইনশাআল্লাহ ।