নয়া আলো ডেস্ক- অনির্বাচিত সরকার দেশ পরিচালনার নামে দেশকে অন্যের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্রে ব্যস্ত বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
বুধবার ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত ইফতারে তিনি এ অভিযোগ করেন।
তিনি বলেন, এই ষড়যন্ত্র বন্ধ করতে পারে দেশের মানুষ। এ জন্য দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি বলেন, অবৈধ সরকার দেশকে অন্যের হাতে তুলে দিতে ব্যস্ত। বর্ডারে একের পর এক হত্যা হচ্ছে কিন্তু সরকার গদির লোভে কিছু বলতে পারছে না। এ সময় দেশের সার্বভৌত্ব আছে কিনা, তা নিয়েও প্রশ্ন তুলেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
Please follow and like us: