দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ১১ হাজার ৪৩৪ জনের। যা প্রায় ৫ মাস পর দেশে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হয়েছে। গত বছরের ১০ আগস্ট করোনা শনাক্ত হয়েছিল ১১ হাজার ১৬৪ জনের।
শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১১ হাজার ৪৩৪ জনের। এ নিয়ে করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬ লাখ ৬৪ হাজার ৬১৬ জনে। একই সময়ে নতুন করে
করোনায় আক্রান্ত হয়ে ১২ জন মারা গেছেন। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা ২৮ হাজার ১৯২ জন হলো।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৭৫২ জন। এ নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হলেন ১৫ লাখ ৫৫ হাজার ৫৯৭ জন। একই সময়ে নমুনা পরীক্ষা হয় ৪০ হাজার ১৩৪ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৮ দশমিক ৪৯ শতাংশ।