কুমিল্লার চৌদ্দগ্রামে প্রবাসীদের সার্বিক সহযোগিতায় প্রতিষ্ঠিত সামাজিক ও মানবিক সংগঠন ‘আলকরা ইউনিয়ন প্রবাসী কল্যাণ পরিবার’ এর উদ্যোগে ইউনিয়নের সকল জুমআ মসজিদের খতিব ও বিভিন্ন মসজিদের ইমামদেরকে সাথে নিয়ে কুরআন খতম এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় ঈদুল ফিতর উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে উপস্থিত সকল খতিব ও ইমামদের মাঝে উপহার হিসেবে নগদ অর্থ এবং প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া সংগঠনের পক্ষ থেকে ইউপি চেয়ারম্যান মোঃ মাইন উদ্দিন ভূঁইয়াকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। কুরআন খতম ও দোয়া শেষে দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়। এ উপলক্ষে শনিবার (০৬ এপ্রিল) আলকরা হাফিজুল ইসলাম চৌধুরী উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলকরা ইউপি চেয়ারম্যান মোঃ মাইন উদ্দিন ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন আলকরা হাফিজুল ইসলাম চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লোকমান হোসেন। ‘আলকরা ইউনিয়ন প্রবাসী কল্যাণ পরিবার’ এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মো: জাফর নূর উদ্দিন পিন্টুর সভাপতিত্বে ও সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা খোরশেদ আলম মোল্লা, এনামুল হক জনি, আবুল খায়ের স্বপন, সহ-সভাপতি মোহাম্মদ ইলিয়াছ, ওমর ফারুক ফরায়েজী রাসেল, কাজী মোঃ নাছির উদ্দিন, আবুল হাশেম, এমরান হোসেন, ইসরাফিল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক, সাংগঠনিক সম্পাদক ছালেহ আহমদ মোল্লা স্বপন, সহ-প্রচার সম্পাদক নজরুল ইসলাম আরাফাত প্রমুখ। এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ, ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের প্রবাসীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।