
দেশ মাতৃকা
সৈয়দ মুন্তাছির রিমন
একটি গীটার ছিল
সঙ্গী-সাথী আমার,
সেই গীটারের সুর
হারিয়ে যায় বহুদুর।
অজানা আভেসে নিঃশব্দ
কাটে সকাল-সন্ধ্যা বেলা,
কোথায় গেলে বলো পাবো
ফিরে মোর হারানো ছন্দমালা।
যেদিকে তাকিয়ে দৃষ্টির সীমা
সবকিছু ধূসর আপসা ঢাকা,
নিঃস্তব্ধ নিতর জানালা দিয়ে
উকি মেরে ডাকে আমায়,
আয় খোকা মোর ঘরে ফিরে
সবুজের বুকে তোর জন্য
লাল গালিছায় গেঁথেছি মালা,
পড়াবো মনের মাধুরী মেখে।
Please follow and like us: