গাইবান্ধা জেলা প্রশাসক মো. আব্দুল মতিন বলেছেন, ইত্তেফাক বাংলার (তৎকালীন পূর্ব পাকিস্থান) শোষিত মানুষকে স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছিল। ইত্তেফাক মানে একটি ইতিহাস। বাংলাদেশের ইতিহাস ইত্তেফাককে বাদ দিয়ে লেখা যাবে না। বাংলাদেশের অভ্যূদয়ের সকল আন্দোলন-সংগ্রামে ত্যাজোদীপ্ত ভূমিকা রেখেছে ইত্তেফাক। এসব কারণে এই পত্রিকার প্রতিষ্ঠাতা তফাজ্জল হোসেন মানিক মিয়া সাংবাদিকতার ইতিহাসে চির স্মরণীয় ও পথিকৃৎ হয়ে থাকবেন। তার সাংবাদিকতার জীবনে কারো সাথে আপোস ও মাথা নত করেননি। তার হাত ধরে ইত্তেফাক দেশ, জাতি ও জনগণের মূখপত্র হিসাবে প্রতিষ্ঠা হয়েছিল।
শুক্রবার (২৪ ডিসেম্বর) দৈনিক ইত্তেফাকের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে গাইবান্ধা প্রেসক্লাব সভাপতি কে.এম রেজাউল হকের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক মো. আব্দুল মতিন এসব কথা বলেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিশিষ্ট সাহিত্যিক ও সাংবাদিক গোবিন্দলাল দাস, কবি সরোজ দেব, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মোদক, উদীচী গাইবান্ধা জেলা সংসদের সভাপতি অধ্যাপক জহুরুল কাইয়ুম, দৈনিক জনসংকত সম্পাদক দীপক কুমার পাল, কবি ও গীতিকার এবং কালের কন্ঠের জেলা প্রতিনিধি অমিতাভ দাস হিমুন, গাইবান্ধা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আবেদুর রহমান স্বপন, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ জেলা সাধারণ সম্পাদক জিয়াউল হক জনি, জেলা বারের সাধারণ সম্পাদক ও নাগরিক মঞ্চের সদস্য সচিব এ্যাড. সিরাজুল ইসলাম বাবু, জেলা যুবলীগ সভাপতি সরদার মো. শাহীদ হাসান লোটন, সমকালের জেলা প্রতিনিধি উজ্জল চক্রবর্ত্তী, মানবকন্ঠের জেলা প্রতিনিধি এবিএম ছাত্তার, জেলা শ্রমিক জোটের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ বাবু, গাইবান্ধা ডট নিউজের বার্তা সম্পাদক ও সময়ের আলো জেলা প্রতিনিধি কায়সার রহমান রোমেল, ইত্তেফাকের পলাশবাড়ী উপজেলা প্রতিনিধি রবিউল ইসলাম পাতা।
এসময় উপস্থিত ছিলেন প্রথম আলোর জেলা প্রতিনিধি শাহাবুল শাহীন তোতা, ফোকাস বাংলার ফটো সাংবাদিক কুদ্দুস আলম, সাংবাদিক উত্তম সরকার, আব্দুল মান্নান চৌধুরী, ইন্ডিপেন্ডেন্ট টিভি’র জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম বাবু, স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা অবলম্বনের নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী, ডিবিসি নিউজ টিভির জেলা প্রতিনিধি রিকতু প্রসাদ, সাংবাদিক জাহাঙ্গীর আলম, রানা পাপুল, আমাদের সময়ের গাইবান্ধা প্রতিনিধি খায়রুল ইসলাম, ওয়ার্কাস পাটির সাদুল্লাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, পরিবর্তন পাঠাগারের সভাপতি মাহমুদুল হাসান সোহাগ ও সাধারণ সম্পাদক মোরসালিন হোসেন প্রমূখ।
শেষে দৈনিক ইত্তেফাকের শুভ কামনায় কেক কাটেন জেলা প্রশাসক মো. আব্দুল মতিন ও আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি তাজুল ইসলাম রেজা।