প্রেস বিজ্ঞপ্তি-
দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গতকাল শুক্রবার বিকেলে চাঁদপুরজিমন টাওয়ারে পত্রিকা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক রোটারিয়ান মোঃ রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সম্পাদক মুহাম্মদ মাসুদ আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন হাইমচর উপজেলা প্রতিনিধি মাহবুব আলম বাশার, বিশেষ প্রতিনিধি মনির হোসেন সজিব ও ফরিদগঞ্জ প্রতিনিধি মাছুম তালুকদার। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মফস্বল সম্পাদক এম.এম. কামাল। উপস্থিত ছিলেন পত্রিকার সহকারী সম্পাদক মাজহারুল ইসলাম অনিক, শহর প্রতিনিধি পারভেজ রহমান, গাজী ইমাম হাসান, নাহিদ মজুমদার প্রমুখ। আগামী ১৬ মে দৈনিক চাঁদপুরজমিন পত্রিকা ১৬ বছরে পদার্পণ করবে। এ উপলক্ষে ৩ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সার্বিক বিষয় নিয়ে আলোচনা ও বক্তব্য রাখেন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক রোটারিয়ান মোঃ রোকনুজ্জামান রোকন। তিনি বক্তব্যে বলেন, সত্যিকারে সাংবাদিকতা করলে সমাজ উপকৃত হবে। মানুষের ভালো কাজগুলো পত্রিকায় তুলে ধরতে হবে। যারা পত্রিকায় কর্মরত রয়েছেন, তারা সব সময় মানুষের সাথে ভালো ব্যবহার করবেন। তাহলে মানুষ আপনাকে স্মরণ করবে। পরে তিনি সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।