সংবাদ বিজ্ঞপ্তি:-
যমুনা মিডিয়া লিমিটেড কর্তৃক পরিচালিত জাতীয় দৈনিক“যুগান্তর” এর ফুলগাজী ও পরশুরাম (ফেনী) প্রতিনিধি হিসাবে শেখ ফরিদ রতন নিয়োগ পেয়েছেন ।
গত ৫ ফেব্রুয়ারী-১৮ যমুনা মিডিয়া লিঃএর পরিচালক ও দৈনিক“যুগান্তর”এর প্রকাশক সালমা ইসলাম স্বাক্ষরিত প্রেরিত পত্রের মাধ্যমে এ নিয়োগ দেয়া হয়।জনাব শেখ ফরিদ রতন ফেনী থেকে প্রকাশিত সাপ্তাহিক ফেনীর শক্তি পত্রিকার সম্পাদক/প্রকাশক এবং WWW.Fenirsokti.com এর চীফ এডিটর।পেশাগত জীবনে তিনি বেসরকারী টেলিভিশন ও বিভিন্ন মিডিয়াতে সফলতার সহিত কাজ করেন।
সংবাদ,বিজ্ঞাপনসহ যাবতীয় তথ্যের জন্যঃ-মোবাইল নং-০১৭১৮২২৪০৮০/ ০১৯১৩২৯০০২৯,টেলিফোন নং-০৩৩১-৭৪০৪৪, (ইমেইল-(sheikfaridratan@gmail. com)দায়িত্ব পালনে তিনি সকল শ্রেনী পেশার মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
Please follow and like us: