ইমরান খান রাজ, দোহার প্রতিনিধি:- এসোসিয়েশন ফর রুরাল এডভান্সমেন্ট ইন বাংলাদেশ (আরব) এর আয়োজনে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহায়তায় প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠান সম্পন্ন হয়। শনিবার সকালে নারিশা ইউনিয়ন পরিষদ হল রুমে সফলতার সাথে অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (পিকেএসএফ) এর উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব ড. মো. জসিম উদ্দিন। এসময় প্রবীণ সম্মাননা ও বয়স্ক ভাতা প্রদান করা হয়।
(আরব) সংস্থার নির্বাহী পরিচালক জনাব এ. এস. এম. নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারিশা ইউপি চেয়ারম্যান জনাব সালাউদ্দিন দরানী, বীর মুক্তিযোদ্ধা জনাব ডা. আবুল কালাম, জনাব মো. সামসুল আলম বাদল, নারিকেল বারিয়া ইউপি চেয়ারম্যান জনাব নাসির উদ্দিন।
এসময় আরো উপস্থিত ছিলেন জনাব ইসমাইল আকন, জনাব জামাল মোল্লা, জনাব মো. আশ্রাফ আলী, জনাব আব্দুল জব্বার, আব্দুল খালেক মৃধা, মো. জসিম উদ্দিন, ইমরান মোল্লা প্রমুখ।