ইমরান খান রাজ (দোহার প্রতিনিধি)
ঢাকার দোহার উপজেলার নারিশা উচ্চ বালিকা বিদ্যালয়ে শহীদ দিবসের শ্রদ্ধাঞ্জলি ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন। গত ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উপলক্ষে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অত্র বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও স্কুলের সকল শিক্ষার্থী।
এসময় মহান ভাষা দিবস উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে স্কুল কতৃপক্ষ। অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি জনাব মোহসিন হাওলাদারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দুলাল চন্দ্র, কো-অপ্ট সদস্য জনাব প্রফেসর সালাউদ্দিন আহমেদ, অভিভাবক সদস্য জনাব বাবুল কাজী, চামেলি আক্তার, সিনিয়র শিক্ষক মনিন্দ্র কুমার তরফদার, নিলুফা ইয়াসমিন, মোজাম্মেল হক, ফিরোজ আলম, সানজিদা সারমিন সাথী, হাফিজা আক্তার, আবুল বাশারসহ অন্যান্য শিক্ষক মহোদয়।