ইমরান খান রাজ (দোহার প্রতিনিধি)
ঢাকার দোহার উপজেলার স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান পদ্মা ডিগ্রি কলেজে অমর একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবসে ভাষা সৈনিকদের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন ও আলোচনা সভা আয়োজন করা হয়।
একুশে ফেব্রুয়ারির প্রভাতফেরিতে মহান শহীদদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় সকল ভাষা শহীদের আত্নার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব জালাল হোসেনর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর ইউপি চেয়ারম্যান জনাব এম. এ হান্নান খান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যাদের মহান আত্নত্যাগের বিনিময়ে আমরা আজ বাংলা ভাষায় স্বাধীনভাবে কথা বলতে পারছি সেইসব ভাষা শহীদ অমর হয়ে থাকবে বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে। এসময় তিনি ভাষা শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করে সকল শিক্ষার্থীকে ভাষা আন্দোলনের ইতিহাস সম্পর্কে জানতে উৎসাহ প্রদান করেন।
হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক এমারত হোসেন ইমরান এবং সমাজকর্ম বিভাগের প্রভাষক মো: ইদ্রিস আলীর সঞ্চালনায় মাতৃভাষা দিবসের আলোচনা সভা ও কবিতা, বক্তৃতা, দেশাত্মবোধক সংগীত, রচনা প্রতিযোগিতা সম্পন্ন হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির প্রাক্তন সদস্য আব্দুর রাজ্জাক মিলন, বীর মুক্তিযোদ্ধা হাজী মোন্নাফ এবং অত্র কলেজের অধ্যাপকমণ্ডলী এবং প্রভাষকবৃন্দ।