
ইমরান খান রাজ, দোহার প্রতিনিধি:- ঢাকার দোহার উপজেলার নারিশা ইউনিয়নের সাতভিটা এলাকায় অগ্নিকাণ্ডে প্রায় ২ লক্ষ টাকার গৃহপালিত পশু ভস্মীভূত হয়েছে। গত মঙ্গলবার আনুমানিক রাত ২ ঘটিকার সময় মশার কয়েলের আগুন থেকে বিস্তৃত হয়ে গোটা গোয়ালঘরে আগুন ছড়িয়ে পড়লে ভিতরে থাকা দুইটি গাভীন গরু আগুনে ভস্মীভূত হয়ে মারা যায়।
এঘটনায় ক্ষতিগ্রস্ত মো: আমির হোসেন বলেন, প্রতিদিন মশার প্রাদুর্ভাব কাটাতে আমি গোয়ালঘরে মশার কয়েল দিয়ে রাখি খুব সাবধানে। কিন্তু ঘটনার দিন কিভাবে যেনো মশার কয়েল থেকে আগুন ছড়িয়ে পড়ে আমার পুরো গোয়ালঘর ভস্মীভূত হয়ে যায়। গরুগুলো কোনরূপ শব্দ না করায় আমরা বুঝতেই পারিনি ঘরে আগুন লেগেছে। ফজরের আযানের পর ওজু করতে যাওয়ার সময় দেখি গোয়ালঘর আগুনে পুরে ছাই হয়ে গেছে। এতে আমার দুইটা গাভীন গরু মারা যায়। যার মূল্য প্রায় ২ লাখ টাকা।
এসময় আমির হোসেন অত্যন্ত দুঃখের সাথে আরো বলেন, ভাই আমরা গৃহস্থ মানুষ। গাভী লালন-পালন আর কৃষিকাজ করেই সংসার চালাতে হয়। হঠাৎ এমন দুর্ঘটনায় আমি মানসিক ভাবে পুরোটাই ভেঙ্গে পড়েছি।
সমসাময়িক এই দুর্ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ কমাতে উপজেলা প্রশাসন ও প্রানীসম্পদ বিভাগের নিকট যথাসম্ভব ক্ষতিপূরণ প্রত্যাশা করেন তিনি।