
ইমরান খান রাজ, দোহার প্রতিনিধি:- ঢাকার দোহার উপজেলার নারিশা খালপাড় এলাকায় বাংলাদেশ আওয়ামী মহিলা লীগের আয়োজনে গত ২ ফেব্রুয়ারি শুক্রবার সকালে নারিশা যুবক সমিতির মাঠ প্রাঙ্গনে উঠান বৈঠক সম্পন্ন হয়। ঢাকা জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জয়নব বেগম জলি খানের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার-নবাবগঞ্জ এলাকার দায়িত্বপ্রাপ্ত মাননীয় সংসদ সদস্য পিনু খান।
প্রধান অতিথির বক্তব্যে পিনু খান বলেন আজকের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে জননেত্রী শেখ হাসিনার গুরুত্ব অপরিসীম। বর্তমানে আপনারা ডিজিটাল মোবাইল সেবা ভোগ করছেন, অল্প সময় ও স্বল্প খরচে জমা-জমির প্রয়োজনীয় কাগজপত্র হাতে পাচ্ছেন, দোহার-নবাবগঞ্জ এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা পাচ্ছেন এইসবই আওয়ামীলীগ সরকারের অবদান। এসময় তিনি আরো বলেন, আপনারা ঢাকা-১ সংসদীয় আসন তথা দোহার-নবাবগঞ্জ এলাকায় নৌকা প্রতিকের প্রার্থীকে জাতীয় নির্বাচনে ভোট দিয়ে জয়যুক্ত করুন। ইনশাআল্লাহ এই দুই উপজেলাকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলবে বাংলাদেশ আওয়ামীলীগ।
ঢাকা জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাছলিমা শেখ লিমার সঞ্চালনায় উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইয়াছমিন হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন দোহার উপজেলা প্রচার ও প্রকাশনা সম্পাদক গিয়াস উদ্দিন, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক জনাব মঞ্জু মোল্লা, ইমরান হোসেন খান, সাপ্তাহিক জাগ্রত জনতা পত্রিকার সম্পাদক আতাউর রহমান সানী, মোস্তফা কুদ্দুস, সাংবাদিক শামীম আরমান, যুবলীগ নেতা কাওছার খালাসি, সিরাজুল মৃধা, রফিকুল ইসলাম, বাবু বেপারি প্রমুখ।