ঢাকার দোহার উপজেলার জয়পাড়া বাজারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এ-সময় ২ টি গোডাউন থেকে প্রায় সাড়ে ১০ বস্তা পলিথিন উদ্ধার করা হয়। পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর আওতায় উক্ত অপরাধে গৌর কুন্ডকে ১০ হাজার টাকা এবং মো. মুকসেদকে ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। শুক্রবার (২০ ডিসেম্বর) এই ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
এসময় গোডাউন থেকে উদ্ধারকৃত ১০ বস্তা পলিথিন পরিত্যক্ত জায়গায় পুড়িয়ে ধ্বংস করা হয়। অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানে সহযোগিতা করেন দোহার থানা পুলিশ।
Please follow and like us: