ইমরান খান রাজ, দোহার প্রতিনিধিঃ- ঢাকার দোহার উপজেলায় বাংলাদেশ তাঁতী লীগ দোহার উপজেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। মো: মোজাফফর হোসেন টিটুকে আহ্বায়ক ও জাহাঙ্গীর আলম প্রভাত’কে যুগ্ম আহ্বায়ক হিসেবে এই কমিটি ঘোষণা করা হয়। গত শুক্রবার উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত এক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
ঢাকা জেলা তাঁতী লীগের সভাপতি রমজান আলী মল্লিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তাঁতী লীগের সিনিয়র সহ-সভাপতি কে এম শহীদুল্লাহ।
এসময় উপস্থিত সকল নেতৃবৃন্দ নতুন কমিটির আহবায়ক ও যুগ্ম আহবায়ক’কে অভিনন্দন জানান এবং তাদের সাফল্য কামনা করেন। ঘোষণাকৃত কমিটির মাধ্যমেই উপজেলা তাঁতী লীগের পূর্ণাঙ্গ কমিটি খুব দ্রুত গঠন করা হবে।