
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে ধারাবাহিক কার্যক্রমের আওতায় ঢাকার দোহার উপজেলায় দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। রবিবার, ১৩ই জুন দুপুরে উপজেলার নারিশা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ঢাকা জেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে প্রায় তিন শতাধিক দুস্থদের মাঝে এ সামগ্রী বিতরণ করা হয়।
জেলা আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সালাউদ্দিন দরানীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মো. মোয়াজ্জেম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শহিদুল হক চৌধুরী রাসেল।
এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য সুরুজ আলম সুরুজ, ঢাকা জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ মোল্লা, উপজেলা যুবলীগের সভাপতি মু. আলমাছ উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুর রহমান আকন্দ, সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ, পৌরসভা যুবলীগের আহ্বায়ক দেওয়ান মোশারফ হোসেন, সাবেক ছাত্রনেতা সাজ্জাদ হোসেন সুরুজ, মো. আলমগীর হোসেনসহ সাভার, আশুলিয়া, দোহার উপজেলা ও পৌরসভার অন্যান্য নেতা কর্মীরা।
Please follow and like us: