
ইমরান খান রাজ (দোহার প্রতিনিধি)
ঢাকার দোহার উপজেলায় দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করে সেচ্ছাসেবী সংগঠন ‘নবীণ চেতনা ফাউন্ডেশন’। গত মঙ্গলবার সকালে মুকসুদপুর ইউনিয়নের উদয়ন প্রিপ্যারেটরী এন্ড হাই স্কুল সংলগ্ন মাঠে অসহায় শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
সংগঠনের সাধারন সম্পাদক সৈয়দ কনক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তবে মুকসুদপুর ইউপি চেয়ারম্যান অধ্যাপক এম. এ. হান্নান বলেন, এটি একটি সামাজিক সংগঠন। আশা করি এই সংগঠন ভবিষ্যৎে অনেক দূর এগিয়ে যাবে। আমি এর সাথে আছি এবং সংগঠনের পাশে থাকবো ইনশা আল্লাহ।
বিশেষ অতিথির বক্তব্যে আরমানুর রহমান রিপন ভূঁইয়া বলেন, এই তরুণরা যেভাবে এগিয়ে এসেছে এবং অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে, তাই তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই । আশাকরি এই সংগঠন আরো অনেক দূর এগিয়ে যাবে ।
এসময় আরো উপস্থিত ছিলেন আশিকুল গাজী ইমরার, মাহবুব হোসেন, ইমরান হোসেনসহ নবীণ চেতনা ফাউন্ডেশন এর সকল কর্মী। অনুষ্ঠান সঞ্চালক করেন গাজী নাদিম মাহমুদ।