ঢাকার দোহার উপজেলার নারিশা ইউনিয়ন ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গত মঙ্গলবার দোহার উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক রাজীব শরীফের সাক্ষরিত প্যাডে ইউনিয়ন কমিটি লিখিত আকারে ঘোষণা করা হয়।
উক্ত কমিটিতে মো: আবদুল্লাহ মোড়লকে সভাপতি ও রকিব খালাসীকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছে ১। মো: সাদ্দাম হোসেন, ২। মো: শাহিন, ৩। রুবেল রাজ ৪। মেহেদি হাসান হৃদয় ৫। পারভেজ খান। যুগ্ন-সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছে ১। মো: নাজমুল, ২। মো: রাহাত হোসেন। সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছে ১। কায়েস গাজী, ২। মো: জুবায়ের, ৩। মো: শামীম আহমেদ এবং প্রচার সম্পাদক নাহিদ মোড়ল, দপ্তর সম্পাদক আরিফ হোসেন নির্বাচিত হয়েছে।