
ইমরান খান রাজ দোহার-ঢাকা,
“নিরাপদ প্রসব চাই, স্বাস্থ্য কেন্দ্রে চল যাই” এ শ্লোগানকে স্যামনে রেখে দোহার উপজেলায় নিরাপদ মাতৃত্ব দিবস-২০১৭ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ মে রবিবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো: জসিম উদ্দিনের সভাপতিত্বে র্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগির হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান মাসুদ পারভেজ, নয়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামিম আহাম্মেদ হান্নান, কুসুমহাটি ইউনিয়নের চেয়ারম্যান মো, আজাদ হোসেন, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি বাশার চোকদার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনী বিশেষজ্ঞ ডাক্তার চন্দনা সাহা, সার্জন মঞ্জুর-ই-এলাহি, ডাক্তার মো,মাহাবুবুল আলম, ডাক্তার মাইনুল ইসলাম, ডাক্তার এস কে ইয়াহিয়া মাহমুদ খানসহ স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।