ইমরান খান রাজ , দোহার প্রতিনিধি:- ঢাকার দোহার উপজেলার পদ্মা ডিগ্রী কলেজের ২৫ বছর পূর্তিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে রজত জয়ন্তী। গত শনিবার সকালে ক্যাম্পাস থেকে বিশাল আনন্দ র্যালী বের হয়। র্যালীতে প্রাক্তন, বর্তমান হাজারো শিক্ষার্থী ও কলেজের শিক্ষকমন্ডলী এবং কমিটির সদস্যবৃন্দ ব্যানার, ফেষ্টুনসহ মাথায় রং-বেরঙের রজত জয়ন্তীর ক্যাপ ও গেঞ্জি পরে ফুলতলা ও মুকসুদপুর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। র্যালী শেষে কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের আড্ডা, নাচানাচিতে পুরো ক্যাম্পাস যেন সববয়সী মানুষের আনন্দের মিলনমেলায় পরিণত হয়।
ডা: আব্দুর রহমান পাখির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রজত জয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক আইজিআর খান মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মেজর জেনারেল (অবঃ) অধ্যাপক ডা. এ. আর খান, ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব মাহবুবুর রহমান মাহবুব, ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: আলমগীর হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আল আমীন, দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম শেখ, ঢাকা জেলা পরিষদ সদস্য শাহজাহান মোল্লা, ছাত্রলীগ নেতা গিয়াস উদ্দিন সোহাগসহ আরো অনেকে।
রজত জয়ন্তী উপলক্ষে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়, যেখানে গান গেয়ে হাজারো দর্শক মাতিয়ে তুলেন শিল্পী প্রতীক হাসান ও চ্যানেল আই সেরাকন্ঠের ঝিলিক। এসময় বিশেষ নৃত্য পরিবেশন করেন জনপ্রিয় চিত্রনায়িকা পপি। সবশেষে বিশিষ্ট নাট্যকার ও অভিনয় শিল্পী গাজী রাকায়াতের মঞ্চ নাটক উপস্থিত দর্শকদের বিমোহিত করে তুলে।