ঢাকার দোহার উপজেলায় পুকুরে গোসল করতে নেমে রাহুল (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত রাহুল উপজেলার নূরপুর গ্রামের সোরমান মোল্লার ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, বুধবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ১০ টার দিকে বাড়ির পাশে পুকুরের গোসল করতে নামে রাহুল। দীর্ঘসময় পার হলেও গোসল শেষ করে ঘরে না ফিরলে আশপাশে খোঁজাখুঁজি করার পর দুপুরে পুকুরের পানিতে তার লাশ ভেসে থাকতে দেখে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দোহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম মুঠোফোনে বলেন, ঘটানাস্থল পুলিশ পরিদর্শন করেছে। এ ঘটনায় নিহতের পরিবারের কোন অভিযোগ নেই। লাশ সুরতহাল শেষে নিহতের পরিবার নিয়ে গেছে।
Please follow and like us: