ইমরান খান রাজ, দোহার প্রতিনিধি:- ঢাকার দোহার উপজেলার নারিশা ইউনিয়নের সাতভিটা এলাকায় অবস্থিত ফার্স্ট গ্লোরি কিন্ডারগার্টেন স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন। গত ১৫ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ৯:৩০ মিনিটে বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান আরম্ভ করা হয়।
মাখন লাল বৈদ্য’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারিশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব সালাউদ্দিন দরানি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদেরকে খেলাধুলায় আগ্রহী করে গড়ে তুলতে হবে। খেলাধুলার মাধ্যমে তাদের মানসিক বিকাশ ঘটবে। এসময় তিনি উপস্থিত অভিভাবকদেরকে তাদের সন্তানের প্রতি বিশেষ নজর রাখার ব্যাপারে সতর্ক করে বলেন, আপনাদের সন্তানকে সন্ত্রাস ও মাদকের হাত থেকে রক্ষা করার গুরুদায়িত্ব আপনাদেরকেই নিতে হবে। তাহলে মাদকের কারনে আর কোন সন্তান বিপথগামী হবেনা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোরাঙ্গ লাল বল বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল ও মেধা বিকাশে সার্বিকভাবে সহযোগিতা করছে আমাদের অভিজ্ঞ শিক্ষকমন্ডলী। এবছর প্রাথমিক সমাপনি পরীক্ষায় আমাদের স্কুলের শিক্ষার্থীরা ভালো কৃতিত্ব অর্জন করে।
এসময় আরো উপস্থিত ছিলেন দোহার উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক জনাব মঞ্জু মোল্লা, ইঞ্জিনিয়ার মান্নান বেপারী, সামছুল হক, ইছহাক খান, ওহাব তালুকদার, পিংকু হোসেন, রিপন বেপারী, ডা: জসিম উদ্দিন, লেবু খান, সিরাজুল ইসলাম মৃধাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্কুলের শিক্ষকমন্ডলী।