
ইমরান খান রাজ, দোহার প্রতিনিধি:- ঢাকার দোহার উপজেলার নারিশা ইউনিয়নের ঝনকি গ্রামের মো. হাসমত সারেং এর বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গত সোমবার সকাল ১০ টার দিকে রান্নাঘর থেকে আগুনের সুত্রপাত ঘটে বলে জানান তার পরিবারের লোকজন। অল্প সময়ের ব্যবধানে মোট ৪টি ঘর আগুনে পুরে যায়।
অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কিছু আবসাবপত্র ঘর থেকে বের করা হলেও অধিকাংশ ভেতরে রয়ে যায়। ফলে নগদ ৩০ হাজার টাকাসহ দামি আসবাবপত্র পুরে ছাই হয়ে যায়। এতে বড় অংকের ক্ষয়-ক্ষতির স্বীকার হন পরিবারটি। মুহুর্তের মধ্যে পরিবারের স্বজনদের মধ্যে হাহাকার শুরু হয়ে যায়।
পুরো গ্রামে অগ্নিকান্ডের খবর ছড়িয়ে পরলে এলাকার লোকজন আগুন নিয়ন্ত্রনে আনার আপ্রান চেষ্টা করে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও এলাকার লোকদের যৌথ প্রচেষ্টায় প্রায় ৩ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রনে আনা হয়। উল্লেখ্য যে, ফায়ার সার্ভিসের কর্মীরা আসার পূর্বেই বাড়ির দুই তৃতীয়াংশ পুরে যায়।
Please follow and like us: