
ইমরান খান রাজ, দোহার প্রতিনিধিঃ- বাহান্নর সেই সোনাঝরা রোদ্দুরে রক্তস্নাত মোদের গরব মোদের আশাকে যথাযথ প্রকাশে একুশ চিরদিনই আমাদের শানিত চেতনা। একুশ আমাদের বাঁচতে শেখায়, লড়াই করে অধিকার আদায় করতে শেখায়। একুশ বাঙালি জাতির গর্ব ও অহংকার। ভাষাসংগ্রামের রক্তস্নাত সেই বিস্ফোরণ শুধু বাঙালির মায়ের ভাষাকেই শৃঙ্খলমুক্ত করেনি; বাঙালির স্বাধিকার, স্বাধীনতা, সব ধরনের বৈষম্য দূর করার সংগ্রাম ও অনুপ্রেরণার উৎস।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হলো মহান বীর ভাষাসৈনিক ও শহীদদের। গত ২১শে ফেব্রুয়ারি শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় ঢাকা দক্ষিণের জনপ্রিয় “সাপ্তাহিক জাগ্রত জনতা” পত্রিকার সাংবাদিকবৃন্দ।
জয়পাড়া পাইলট মডেল হাই স্কুলের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলের তোরা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন সাংবাদিকবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন সাপ্তাহিক জাগ্রত জনতা পত্রিকার সম্পাদক আতাউর রহমান সানি, বিশেষ প্রতিনিধি মোস্তফা কুদ্দুস, বিশেষ প্রতিনিধি মো: জুবায়ের, স্টাফ রিপোর্টার ইমরান খান রাজ, স্টাফ রিপোর্টার নূর হোসেন আকন, স্টাফ রিপোর্টার শামীম আহমেদ, আয়ান মাহমুদ, লিমা আক্তার প্রমুখ