ইমরান খান রাজ , দোহার প্রতিনিধি :- ঢাকার দোহার উপজেলার সেচ্ছাসেবী, অরাজনৈতিক ও সামাজিক কল্যাণকর সংগঠন ‘মানবতার জন্য আমরা’ এর বার্ষিক শীতবস্ত্র বিতরণ সম্পন্ন। ৬ই জানুয়ারি শনিবার সকালে উপজেলার নারিশা চর জোয়ার এলাকার প্রায় ত্রিশটি পরিবারের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
সংগঠনের সভাপতির বক্তব্যে ইমরান খান রাজ বলেন, আর্ত-মানবতার সেবায় আমরা ছিলাম, আছি এবং মানবতার জন্য আমরাই থাকবো। আপনাদের শীতের কষ্ট কিছুটা লাঘব করতে আমাদের এই ছোটো প্রয়াস যা প্রতিবছর আপনারা দেখতে পান।
সাধারণ সম্পাদকের বক্তব্যে মাহিম হোসেন বলেন, আমাদের সংগঠন ২০১৩ সাল থেকে মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। শীতবস্ত্র বিতরণ, অসহায় রোগীকে আর্থিক অনুদান প্রদান, শিক্ষা উপকরণ বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচিসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে আমরা অংশগ্রহণ করে থাকি।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক রহিদুল ইসলাম, সহ-সভাপতি শাকিল মাহমুদ, আশিকুর রহমান, রিকি আহমেদ, সাইফ আজাদ, শাহজাহান মোল্লা, মামুন হোসেন, ইমরান হোসেন, হাসিবুল ইসলাম, পারভেজ শেখ, ফাহাদ আহমেদ, নূর হোসেন, বাবুসহ সংগঠনের সকল কর্মী।