
ঢাকার দোহার উপজেলার সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন “মানবতার জন্য আমরা” এর পক্ষ থেকে স্থানীয় স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
সোমবার বিকেলে সংগঠনটির নারিশা বাজারস্থ অফিসে শিক্ষা উপকরণ হিসেবে খাতা, কলম, পেন্সিল, বোর্ড, রাবার, জ্যামিতি বক্স, স্কেল ও জিপার ব্যাগ প্রদান করা হয়। এসব উপকরণ পেয়ে শিক্ষার্থীরা আনন্দিত ও উচ্ছ্বসিত হয়।
এসময় সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। আগামীতেও এধরণের উদ্যোগসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন মানবতার জন্য আমরা সংগঠনের সদস্যরা।
Please follow and like us: