ঢাকার দোহার উপজেলার সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন “শান্তির অভিযাত্রী ছাত্র ও সমাজকল্যাণ সংগঠন” এর উদ্যোগে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ ই জুলাই) দুপুরে উপজেলার মুকসুদপুর ইউনিয়নের উত্তর মৌড়া বচির বিলে এই সাতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বচির বিলের আশেপাশের গ্রামের ১৫ বছরের কম বয়সী শিশুরা অংশগ্রহণ করে। উক্ত প্রতিযোগিতায় পাঁচজন বিজয়ীকে পুরস্কার প্রদান করা হয়।
সংগঠনের সভাপতি সালমান মাহমুদ বলেন, বাংলাদেশ নদীমাতৃক দেশ। সাঁতার না জানার কারণে অনেক সময় দুর্ঘটনা ঘটে থাকে। তাই শিশুদের সাঁতার শেখার প্রতি আগ্রহী করার লক্ষে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
সাধারণ সম্পাদক মো. মামুন হোসেন বলেন, আমাদের বিগত কার্যক্রমের ধারাবাহিকতায় এই সাঁতার প্রতিযোগিতার আয়োজন। ইনশাআল্লাহ এর ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন, সাতার আয়োজন কমিটির আহ্বায়ক ও সংগঠনের সহ-সভাপতি তাজওয়ার মুহাম্মদ মুনির, উপ-প্রচার সম্পাদক সেলিম শিকদার, সাতার আয়োজন কমিটির সদস্য সচিব আরাফাত হোসেন বাঁধন, সংগঠনের সদস্য আনোয়ার হোসেন, ফয়সাল হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Please follow and like us: