ঢাকার দোহার উপজেলায় পদ্মা নদীতে বৈদ্যুতিক শক দিয়ে অভিনব উপায়ে মাছ শিকারের অপরাধে ০৭ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (০৬ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মৈনট ঘাট সংলগ্ন এলাকায় এবং পদ্মা নদীতে আইন-শৃঙ্খলা রক্ষার্থে অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে বিধি বহির্ভূতভাবে সরকারি নির্দেশনা অমান্য করে বৈদ্যুতিক শক দিয়ে মাছ ধরার অপরাধে ০৭ (সাত) জন জেলেকে হাতে নাতে ধরা হয়। ধৃত ব্যক্তিবর্গকে দোষ স্বীকারোক্তির ভিত্তিতে মোবাইল কোর্টে দণ্ডবিধি-১৮৬০ এর সংশ্লিষ্ট ধারায় প্রত্যেককে ০৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এসময় বৈদ্যুতিক শক দিয়ে মাছ ধরার কাজে ব্যবহৃত ০২ টি ব্যাটারী (যার প্রতিটির সক্ষমতা ১২ভোল্ট), ১টি ইনভার্টার মেশিন, ৪টি ছাঁক/জালি ও কিছু জিআই (GI) তার জব্দ করা হয়।
বৈদ্যুতিক শক দিয়ে মাছ ধরার কারণে নদী, খাল, বিল ও বাঁওড়ে থাকা মাছের পোনা, ডিম, সাপ-ব্যাঙসহ অন্যান্য জলজপ্রাণীও মারা পড়ছে। এতে দেশীয় মাছের উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। জীববৈচিত্র্য রক্ষা এবং দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে দোহার উপজেলায় এ ধরণের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন খান।
Please follow and like us: